এইমাত্র পাওয়া

অধ্যক্ষের পরিবারের ১৫ জন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইলের মির্জাপুরে গবড়া গ্রামবাংলা বিজনেস ম্যানেজমেন্ট টেকনিক্যাল কলেজে দুনীর্তির মাধ্যমে অধ্যক্ষ ও সভাপতি এবং চেয়ারম্যানসহ একই পরিবারের ১৫ জন নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক।

জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে জানা গেছে, প্রভাষক মো. সাইদুর রহমান ও প্রদর্শক মো. শফিকুল ইসলাম অধ্যক্ষের ছোট ভাই, প্রভাষক ইসমত আরা বেগম অধ্যক্ষের ছোট বোন, প্রভাষক সামছুজ্জামান অধ্যক্ষের বোন জামাই, ল্যাব সহকারী সাবিনা ইয়াসমিন অধ্যক্ষে স্ত্রী, ল্যাব সহকারী খাদিজা বেগম অধ্যক্ষের ভাইয়ের স্ত্রী, ল্যাব সহকারী রহিমা বেগম অধ্যক্ষের আরেক ভাইয়ের স্ত্রী, অফিস সহকারী রিজুয়ান অধ্যক্ষের বড় বোনের ছেলে, সহকারী অধ্যক্ষ সামছুজ্জামান অধ্যক্ষের বোনের জামাই, আয়া (পুরুষ) সুমন আরফিন অধ্যক্ষের বড় ভাইয়ের ছেলে, আয়া (মহিলা) ফরিদা আক্তার অধ্যক্ষের বড় ভাইয়ের মেয়ে, লাইব্রেরীয়ান আফরোজা বেগম অধ্যক্ষের শ্যালকের স্ত্রী, বর্তমান এডহক কমিটির সভাপতি মো. মন্টু মিয়া অধ্যক্ষের বড় বোনের জামাই এবং কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফরহাদ মিয়া কলেজের চেয়ারম্যান হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন। তিনিও অধ্যক্ষের বড় ভাই।

সম্প্রতি দুইজন কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ঘটনা ফাঁস হলে কলেজে উত্তেজনা ছড়িয়ে পরে। অধ্যক্ষের মেয়ে ও ভাতিজাকে নিয়োগ দিবে বলে ৭ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠে। গত শুক্রবার ছিল কলেজ ক্যাম্পাসে নিয়োগ পরীক্ষা। পরে নিয়োগ পরীক্ষা বাতিল করে প্রশাসন।

এই ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ ও তার অনুসারীরা রবিবার (৩ নভেম্বর) কলেজ এলাকায় কর্মসুচী ঘোষণা দেয়। অপরদিকে অধ্যক্ষের কর্মসূচী প্রতিহত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্রসংগঠন এবং এলাকাবাসী পাল্টা কর্মসূচী দেয়।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. আরহাদ আলী বলেন, অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে এই কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এলাকার একটি মহল নানা অভিযোগ দিয়ে কলেজের সুনাম খুন্ন করার জন্য আন্দোলন করে যাচ্ছে। সরকারী নিয়ম মেনেই বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী, সভাপতি এবং চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশক্রমে দুইজন কর্মচারী নিয়োগ পরীক্ষা বন্ধ (স্থগিত) করা হয়েছে। যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, গবড়া গ্রামবাংলা বিজনেস ম্যানেজমেন্ট টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আরহাদ আলীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই পক্ষ যদি পাল্টাপাল্টি কর্মসূচী দেয়, তাবে ব্যবস্থা নেবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শিক্ষাবার্তা ডট কম /এ/০৩/১১/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.