নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে প্রকাশ্যে ধূমপান করলে ২০০ টাকা জরিমানা এবং ইয়াবা, গাঁজা বা অন্য কোনো মাদক সেবনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হবে, এমন ঘোষণা দিয়েছেন হলের প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক (সুপণ)।
শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের পর হল মসজিদে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দেন।
প্রাধ্যক্ষ বলেন, ‘কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে, অভিভাবকের উপস্থিতিতে তাকে হল থেকে বহিষ্কার করা হবে। আর কেউ প্রকাশ্যে ধূমপান করলে প্রচলিত আইনে ২০০ টাকা জরিমানা করা হবে।’
ড. কাজী মাহফুজুল হক শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘তোমরা একাত্তর দেখোনি, কিন্তু আমরা যারা ৯০-এর জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছি, জানি এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। যেমন একাত্তর মুক্তিযোদ্ধাদের জন্য গর্বের, তেমনি ৯০-এর আন্দোলন আমাদের জন্য গৌরবের। আমরা সেই চেতনাই ধারণ করি।’
তিনি আরও বলেন, ‘তোমাদের ধন্যবাদ তোমরা মব সৃষ্টিতে জড়াও না, বরং সচেতন ছাত্রদের মতো আচরণ করো। সাইকেল চোরকে ধরিয়ে দেওয়ার ঘটনাটিও তারই প্রমাণ। সেই তথ্য পেয়েই আমি আজকের এই ঘোষণা দিতে পারলাম।’
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘প্রাধ্যক্ষ স্যারের নেওয়া এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক। এটি আমাদের হলে আরও নিরাপদ ও পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করবে।’
প্রসঙ্গত, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক (সুপণ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক।
তিনি সদ্য গঠিত জাতীয় নির্বাচন অনিয়ম তদন্ত কমিশনের চারজন সহযোগী তদন্ত কর্মকর্তার একজন। উক্ত কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনের অনিয়ম ও দুর্নীতি তদন্ত করছে। কমিশনের নেতৃত্বে রয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.