জয়পুরহাটঃ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সরকারি বিনামূল্যের পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রোববার বই বোঝাই একটি ভ্যান স্থানীয় জনতা আটকে দিলে বিষয়টি ফাঁস হয়। উপজেলার শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আনোয়ার নিয়ম বহির্ভূতভাবে বইগুলো বিক্রির কথা স্বীকারও করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক বিদ্যালয়ের পুরনো বই শিক্ষার্থীদের কাছ থেকে ফেরত নিয়ে কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি করেছেন। প্রায় চার মণ বই ব্যবসায়ী জালাল হোসেনের কাছে বিক্রি করা হয়। সেগুলো ভ্যানে সরিয়ে নেওয়ার সময় বিষয়টি লোকজনের নজরে এলে তারা সেগুলো আটকে দেন।
স্থানীয় যুবক নূরনবী হোসেন বলেন, ‘আমাদের সামনে দিয়ে সরকারি বইবোঝাই ভ্যান যাওয়া দেখে সন্দেহ হয়। তখন আমরা সেটি আটকে দিয়ে ক্রেতাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই কিনে নিয়ে যাচ্ছেন বলে স্বীকার করেন। আপাতত বইগুলো আমাদের জিম্মায় রেখেছি।’
বই বিক্রির কথা স্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আনোয়ার বলেন, ‘বইগুলো অনেকদিন ধরে জমা হয়ে থাকায় বিক্রি করেছি। আমার এভাবে বিক্রি করা ঠিক হয়নি। আগেও এভাবে বিক্রি করলেও কোনো সমস্যা হয়নি। বিগত বছরে যেগুলো বিক্রি করেছি, সে টাকা দিয়ে বাগান করেছিলাম।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে বই ফেরত নেওয়া বা বিক্রির কোনো বিধান নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করেছেন। বিষয়টি তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.