ঢাকাঃ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমান পরীক্ষার ১৫তম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ৩১ হাজার ৫৫ পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৮ পরীক্ষার্থীকে। এদের মধ্যে ৪ জন এসএসসির, ৪ জন দাখিলের। মঙ্গলবার (১৩ মে) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।
জানা গেছে, মঙ্গলবার এসএসসির নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক)-২য় পত্র ও সহজ বাংলা- ২য় পত্র, পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩৯ হাজার ১৯৬ জন। ২ হাজার ২৮২টি কেন্দ্রে অনুষ্ঠিত এদিনের পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ২২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৫৯ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ২২ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৪ জনের ২ জন ময়মনসিংহ বোর্ডের ১ জন যশোরের ও ১ জন দিনাজপুর বোর্ডের।
এসএসসির পনেরোতম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৬৪, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২৭৭, রাজশাহী বোর্ডে ২ হাজার ২৪, বরিশাল বোর্ডে ১ হাজার ১৭৯ , সিলেট বোর্ডের ১ হাজার ৩৯, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৫৫০, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৮৫০, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১১৪ ও যশোর বোর্ডে ২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদরাসা বোর্ডে দাখিলের পনেরোতম দিনে সারা দেশের ৭২৫ টি কেন্দ্রে আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লক্ষ ৫৮ হাজার ১১০ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ২ লক্ষ ৪৬ হাজার ৪৬৩ জন এবং অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৬৪৭ জন। অনুপস্থিতির হার ৪ দশমিক ৫১ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বারোতম দিনের ভোকেশনাল (এসএসসি ও দাখিল) পরীক্ষায় ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৬৯৯টি কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৩৬ জন এবং অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৯ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ২৯ শতাংশ। এদিন কারিগরিতে কোনো বহিষ্কার নেই ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.