এইমাত্র পাওয়া

এসএসসির ১৫তম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৮, অনুপস্থিত ৩১ হাজার

ঢাকাঃ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমান পরীক্ষার ১৫তম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ৩১ হাজার ৫৫ পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৮ পরীক্ষার্থীকে। এদের মধ্যে ৪ জন এসএসসির, ৪ জন দাখিলের। মঙ্গলবার (১৩ মে) পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।

জানা গেছে, মঙ্গলবার এসএসসির নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক)-২য় পত্র ও সহজ বাংলা- ২য় পত্র, পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩৯ হাজার ১৯৬ জন। ২ হাজার ২৮২টি কেন্দ্রে অনুষ্ঠিত এদিনের পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ২২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৫৯ জন। এদিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ১ দশমিক ২২ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৪ জনের ২ জন ময়মনসিংহ বোর্ডের ১ জন যশোরের ও ১ জন দিনাজপুর বোর্ডের।

এসএসসির পনেরোতম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৬৪, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ২৭৭, রাজশাহী বোর্ডে ২ হাজার ২৪, বরিশাল বোর্ডে ১ হাজার ১৭৯ , সিলেট বোর্ডের ১ হাজার ৩৯, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৫৫০, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৮৫০, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১১৪ ও যশোর বোর্ডে ২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মাদরাসা বোর্ডে দাখিলের পনেরোতম দিনে সারা দেশের ৭২৫ টি কেন্দ্রে আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ লক্ষ ৫৮ হাজার ১১০ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ২ লক্ষ ৪৬ হাজার ৪৬৩ জন এবং অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৬৪৭ জন। অনুপস্থিতির হার ৪ দশমিক ৫১ শতাংশ। অসদুপায় অবলম্বন করায় ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বারোতম দিনের ভোকেশনাল (এসএসসি ও দাখিল) পরীক্ষায় ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশের ৬৯৯টি কেন্দ্রে ১ লাখ ৩৩ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৩৬ জন এবং অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৯ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ২৯ শতাংশ। এদিন কারিগরিতে কোনো বহিষ্কার নেই ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading