সিরাজগঞ্জঃ কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ড সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেছেন, বিগত সময়ে কারিগরি শিক্ষাবোর্ড থেকে অনেক ভুয়া সার্টিফিকেট দেওয়া হয়েছে। দুর্নীতির মাধ্যমে শিক্ষক-কর্মচারি নিয়োগ দিয়ে এই খাতকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এগুলো বন্ধ করে কারিগরি শিক্ষাখাতের সুনাম ফিরিয়ে আনতে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শিক্ষার গুনগত মান উন্নয়নে সিরাজগঞ্জ জেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ হবে কারিগরি শিক্ষার বাংলাদেশ। একমাত্র কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব। ১৮ কোটি মানুষের দেশে আমাদের এ প্রজন্মের হাতকে কর্মক্ষম করতে চাইলে দেশে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ সচিব মো. মনিরুজ্জামান ভুইয়া, অধ্যক্ষ মো. জাফর ইকবাল, অধ্যক্ষ শরীফুল ইসলাম প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.