নোয়াখালীঃ বিশ্বমানের সুযোগ-সুবিধাসম্পন্ন পাঠাগার (লাইব্রেরি) এবং শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ সৃষ্টিসহ ১২ দফা দাবি পেশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেলে উপাচার্য মোহাম্মদ ইসমাঈলের কাছে এসব দাবি পেশ করা হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে এসব দাবি পেশ করেন আইন বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান। তিনি বলেন, দাবিগুলো প্রদানের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বিদেশে অবস্থানরত নোবিপ্রবিয়ান এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ফ্যাকাল্টির কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপাচার্য মুহাম্মদ ইসমাঈল বলেন, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা রয়েছে। এরই মধ্যে বেশ কিছু দাবি বাস্তবায়নে তারা কাজ শুরু করেছেন। লাইব্রেরি ভবনে স্টেশনারি, ফটোকপি এবং প্রিন্টের জন্য ব্যবস্থা করা হবে। এ ছাড়া অন্যান্য দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে হল খোলা থাকা অবস্থায় যেকোনো ধরনের সরকারি ছুটির দিনে লাইব্রেরি বন্ধ থাকতে পারবে না। লাইব্রেরিতে লাঞ্চ টাইমে শিফট ভিত্তিক কাজ বণ্টন করার মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজে শিক্ষার্থীদের চুক্তিভিত্তিক কাজের সুযোগ সৃষ্টি করতে হবে।
লাইব্রেরিতে নির্দিষ্ট গ্রুপ স্টাডি কর্নার, রিসার্চ হেল্প ডেস্ক, জিজ্ঞাসা ও অভিযোগ ডেস্ক এবং চার্জার কর্নার স্থাপন করতে হবে। ইউনিট ভিত্তিক একাডেমিক ডেটাবেইস গঠন এবং সাবস্ক্রিপশনের ব্যবস্থা করতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.