তানজিদ শাহ জালাল ইমন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ বিজয় ২৪ সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সিজন ১। শহীদদের স্মৃতিতে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের জেলা ভিত্তিক এসোসিয়েশনের ২৭ টি দল।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, উপ উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি, প্রক্টর রাহাত হোসেন ফয়সাল, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মোঃ লোকমান হোসেন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য পরবর্তী এ টুর্নামেন্টে এর উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় উপ উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি অভ্যুত্থানে শহীদদের স্মৃতি চারণ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,পরিচিত খেলা গুলো আমাদের নিয়মিত চর্চা করতে হবে তাহলে আস্তে-আস্তে আমরা আন্ত: বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবো। পড়ালেখার পাশাপাশি আমাদের অবশ্যই খেলাধুলার চর্চা করতে হবে। শুধু পড়ালেখায় ভালো নয় পারদর্শী হতে হবে প্রতিটি ক্ষেত্রে।
এসময় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ে খেলার পরিবেশ তৈরি হোক। খেলার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে এবং শিক্ষার্থীরা খেলার মাধ্যমে অন্য কে যেমন উৎসাহিত করে তেমনি নিজেদের যোগ্যতার ও প্রকাশ ঘটে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.