নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে ছাত্রদল কোনো রাজনীতি করবে না। ২৪’র জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্ররাজনীতিকে কীভাবে আরও ইতিবাচক ও কল্যাণমুখী করা যায় সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারত্ব ও মতামতের ভিত্তিতে ছাত্রদলের রাজনীতি পরিচালিত করতে। আমরা মনে করছি শিক্ষার্থীদের অংশীদারত্বের ভিত্তিতেই ছাত্রদলের রাজনীতি চলবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে ছাত্রদল ভবিষ্যতে আর কোনো রাজনীতি করবে না।
বৃহস্পতিবার রাজবাড়ী সরকারি কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংষ্কারের ৩১ দফার বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। ৩১ দফা নিয়ে তিনি বলেন, গত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের মতামত দিতে পারেনি। বাংলাদেশের মানুষকে জিম্মি করে গত ১৫ বছর ক্ষমতায় ছিলো খুনি হাসিনা সরকার। ‘১৪ সালের বিনা ভোটে নির্বাচন, ‘১৮ সালের রাতের ভোটের নির্বাচন এবং ‘২৪ এর ডামি নির্বাচন হয়েছিলো যেটি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। প্রতিটি নির্বাচনের সময় রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। তার বিপরীতে মানুষ যদি বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে এবং রাষ্ট্রকে তারা কোন চোখে দেখতে চায় সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২০২৩ সালের ১৩ই জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের লিফলেট বিতরণ করছি। তাদের মতামত নিচ্ছি। আমাদের ৩১ দফা চিন্তাভাবনার সাথে মৌলিক কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে মেইল এবং হোয়াটসঅ্যাপে মতামত দেয়া যাবে। ইতোমধ্যে আমি ১০০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারাও শত শত মতামত ব্যক্ত করছে আমাদের।
ছাত্রলীগ নিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, অতীতে খুনি সংগঠন, যে সংগঠন সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছে। যেহেতু ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের গণ আকাক্সক্ষার ফসল ছিলো খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে। যেহেতু এই সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট হয়েছে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে ছাত্রদল ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকে আমরা স্বাগত জানাই। ছাত্রদল ছাত্রলীগের মতো কখনো রাজনীতি করবে না। সাধারণ শিক্ষার্থীদের সাথে অংশীদারত্বের ভিত্তিতে ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ’র সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান, সদস্য সচিব শাহীনুর রহমান প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.