বগুড়াঃ বগুড়ায় ৬ দফা দাবি আদায়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মাসী ছাত্র সংগ্রাম পরিষদ।
রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মিছিল শুরু করে শিক্ষার্থীরা। এ সময় আইএইচটি সংলগ্ন শেরপুর রোড থেকে বাংলাদেশ ব্যাংক মোড় প্রদক্ষিণ করে মিছিলটি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভে মিলিত হয়।
সংগঠনের সমন্বয়ক শিহাব উদ্দিনের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
জানা যায়, বর্তমান পরিবর্তিত অবস্থায় দাবি আদায়ের কৌশল হিসেবে ছাত্ররা এই কর্মসূচির আয়োজন করে। প্রথমে আন্দোলনকারীরা শেরপুর রোডের এক লেন অবরোধ করলে অন্য পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। পরে উভয় লেন অবরোধ করে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.