ঢাকাঃ ‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গ্রেফতার ২৬ শিক্ষার্থীকে ঢাকা শিক্ষা বোর্ড ভাঙচুরের দায়ে করা নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
গত ২০ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডে ভাঙচুর ও সরকারি কাজে বাধাদানের বিষয়ে চকবাজার থানায় মামলা হয়। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ২৬ জনকে গ্রেফতারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
গত ২৩ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের দাবিতে শিক্ষার্থীরা জোরপূর্বক সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সরেননি। পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে মোট ৫৩ শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ১৫ নারী শিক্ষার্থীসহ ২৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
পুলিশ জানায়, অভিযুক্তরা সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করেছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.