এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি জাবি অধ্যাপক নুরুল

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম।

রোববার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শর্ত সাপেক্ষে যোগদানের তারিখ হতে ৪ বছরের জন্য তাকে নিয়োগ প্রদান করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩ (১) ধারা অনুসারে প্রফেসর মোঃ নুরুল ইসলাম, জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্টাল বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।

প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; উপযুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন; তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান; তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।  

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.