সুবর্ণচরস্থ চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিআরএলরত প্রধান শিক্ষক জনাব উত্তম কুমার মুজমদার ও চর আমান উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিআরএলরত সহকারি শিক্ষক জনাব মনোরমা দাস এর বিদায় সংবর্ধনা অদ্য বিকাল ৪.৩০ মিনিটের সময় সমিতি সাধারন সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকীর সঞ্চলনায় সমিতির সুুবর্ণচর শাখার সভাপতি মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুল ইসলাম মহোদয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ন কবীর, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার, নোয়াখালী, মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, আজহারুল ইসলাম, ইন্সট্রাক্টর, ইউআরসি,সুবর্ণচর,মোহাম্মদ আব্দুর রব , সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, আজিজুর রহমান ,সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, আবদুল আলীম ভুঁইয়া সুজন , সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নোয়াখালী জেলা শাখা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষক সারা জীবন জাতি বিনির্মাণে নিজেকে বিলিয়ে দিয়ে তৃপ্ত হন, তাঁর জীবন সার্থক মনে করেন শিক্ষা প্রদান করা শিক্ষার্থীরা সত্যিকারের মানুষ হিসেবে তৈরি হয়ে দেশ মাতৃকার সেবায় তাদের নিয়োজিত করে।
বিদায়ী শিক্ষকগণেরা তাদের দীর্ঘ পেশা জীবনে নিজেদের পেশাদারীত্ব নিয়ে কাজ করেছেন বলেই আজকের এ সুন্দর আয়োজন। তিনি বিদায়ী শিক্ষকদের অবসর পরবর্তী সময়ে সুস্থ ও সুন্দর থাকেন সে কামনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ লোকমান হোসেন,সাধারন সম্পাদক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, চরজব্বর ইউনিয়ন শাখা, মোঃ রাশেদ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,সুবর্ণচর শাখা, তানভীন আরা নয়ন, সদস্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,সুবর্ণচর শাখা, রাহেনা আক্তার, সহকারি শিক্ষক, চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.