এইমাত্র পাওয়া

আইএইচটি’র ৬ শিক্ষার্থী বহিষ্কার

সাপ্লিমেন্টারি পরীক্ষায় নকলের দায়ে বরিশাল ইনস্টিটিউব অব হেলথ টেকনোলজি’র (আইএইচটি) ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার পরীক্ষা চলাকালে শেরেবাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত আইএইচটি’র বিভিন্ন কক্ষ থেকে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ।

নকলের দায়ে ৫ পরীক্ষার্থী বহিস্কার, ৩ শিক্ষককে
বহিষ্কৃতরা হচ্ছে, ১ম বর্ষের শিক্ষার্থী আল মামুন, ফেরদাউস রহমান ও প্রদীপ মল্লিক এবং ৩য় বর্ষের আলমিন বিশ্বাস, নাঈম ও ইমন চাকমা। এরা বিগত দিনে বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়। ওই বিষয়গুলোর উপর পুনরায় পরীক্ষা চলছে।

আইএইচটি’র অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম বলেন, সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই সময়ের মধ্যে নকল করার দায়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট বিভিন্ন কক্ষ থেকে তাদের বহিষ্কার করেন। ওই সকল পরীক্ষার্থী আগামী জুলাই মাসে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.