নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনার লক্ষ্যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা, ২০২৫ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গত রবিবার (২৯ জুন) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়। এতে গত ২২ জুন স্বাক্ষর করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
এই নীতিমালা কার্যকর হওয়ার সাথে সাথে এ সংক্রান্ত পূর্বের জারি-করা সকল প্রবিধান, নীতিমালা ও আদেশ রহিত হবে; তবে, পূর্বের জারি-করা সকল প্রবিধান, নীতিমালা ও আদেশেকৃত কোনো কাজ, প্রদত্ত কোনো স্বীকৃতি বা সার্টিফিকেট, ইস্যুকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা নোটিশ, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই নীতিমালার অধীনকৃত, প্রণীত, প্রদত্ত, ইস্যুকৃত, গৃহীত বা সূচিত হয়েছে বলে গণ্য হবে।
এ নীতিমালা “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনার লক্ষ্যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা, ২০২৫” নামে অভিহিত হবে। এ নীতিমালা অবিলম্বে কার্যকর হবে।
নীতিমালায় নতুন প্রতিষ্ঠান নামকরণের ক্ষেত্রে বলা হয়েছে, প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে প্রদত্ত নামের শেষে কারিগরি কলেজ/ভোকেশনাল কলেজ/কারিগরি ইন্সটিটিউট/ভোকেশনাল ইন্সটিটিউট/বোর্ড কর্তৃক গ্রহণযোগ্য নাম থাকতে হবে। বিদ্যমান প্রতিষ্ঠানের সাথে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালু করা হলে নামের শেষে ‘এণ্ড কলেজ’ শব্দটি যুক্ত করা
যাবে। প্রতিষ্ঠানের নাম যথাসম্ভব আকারে ছোট হতে হবে: জেলা ও উপজেলা এবং সরকার অনুমোদিত কোনো প্রকল্পের নাম ব্যবহার করে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের নামকরণ করা যাবে না; দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম সংযোজন করা হলে প্রতিষ্ঠানটির অনুমোদিত নাম বহাল থাকবে। তবে, সাধারণ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করলে কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে; মুক্তিযুদ্ধ ও জাতীয় নেতৃবৃন্দের নামে প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে সরকারের এ সংক্রান্ত নীতিমালা/নির্দেশনা অনুসরণ করতে হবে; নামকরণের ক্ষেত্রে শব্দ বা শব্দসমূহের সংক্ষিপ্তরূপ ব্যবহার করলে তার পূর্ণাঙ্গরূপ পাশাপাশি লিখতে হবে; তবে সরকার কর্তৃক নিবন্ধিত সংস্থা, তার নামের সংক্ষিপ্তরূপ ব্যবহার করতে পারবে; একই নামে একই জেলায় একাধিক প্রতিষ্ঠান করা যাবে না; প্রতিষ্ঠানের বাংলা নামের পাশাপাশি ইংরেজি নামের অনুমোদন নিতে হবে।
আবেদনকৃত প্রতিষ্ঠান হতে একই ধরনের প্রতিষ্ঠানের ন্যূনতম দূরত্ব এর বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, মেট্রোপলিটন, সিটি কর্পোরেশন ও পৌরসভা জন্য বিদ্যমান এইচএসসি (ভোকেশনাল) প্রতিষ্ঠান থেকে আবেদনকৃত প্রতিষ্ঠানের ন্যূনতম দূরত্ব ০২ (দুই) কিলোমিটার এবং অন্যান্য এলাকার জন্য ০৪ (চার) কিলোমিটার হতে হবে। এ বিষয়ে পরবর্তী কালে সরকারি কোনো আদেশ জারি হলে তা প্রযোজ্য হবে। তবে পাঠদানের অনুমতিপ্রাপ্ত এসএসসি (ভোকেশনাল) প্রতিষ্ঠানের জন্য দূরত্ব শিথিলযোগ্য। আবেদনের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা/সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা/ক্যান্টনমেন্ট এলাকার জন্য ক্যান্টনমেন্ট নির্বাহী কর্মকর্তা কর্তৃক পরিশিষ্ট-০৩ ছক অনুযায়ী দূরত্ব সনদ দাখিল করতে হবে। গুগল ম্যাপের মাধ্যমেও দূরত্ব সনদ সংযোজন করা যাবে;
প্রতিষ্ঠান এলাকার ন্যূনতম জনসংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে, প্রতিষ্ঠান এলাকার ন্যূনতম জনসংখ্যা ৫০ (পঞ্চাশ) হাজার হতে হবে। তবে চর, হাওড়-বাওড়, পাহাড়, ছিটমহলসহ অনগ্রসর ও দুর্গম এলাকার ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য; আবেদনের সাথে সংশ্লিষ্ট উপজেলা/থানা পরিসংখ্যান অফিসার কর্তৃক প্রদত্ত ন্যূনতম জনসংখ্যা সনদ এবং এলাকার আর্থ
সামাজিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ পরিশিষ্ট-০৪ ছক পূরণপূর্বক দাখিল করতে হবে।
উদ্যোক্তা কমিটির ক্ষেত্রে বলা হয়েছে, প্রস্তাবিত প্রতিষ্ঠানের পরিচালনার জন্য ন্যূনতম ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট পরিশিষ্ট-০৫ অনুযায়ী একটি উদ্যোক্তা কমিটি থাকতে হবে;
প্রতিষ্ঠানের জন্য জমির পরিমাণ: প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রতিষ্ঠানের নামে অথবা প্রতিষ্ঠানের উদ্যোক্তা কমিটির যে কোনো সদস্যের নামে মেট্রোপলিটন/সিটি কর্পোরেশনে ন্যূনতম অখন্ড ১০ (দশ) শতাংশ ও পৌর এলাকায় ন্যূনতম অখন্ড ১৫ (পনের) শতাংশ এবং অন্যান্য এলাকায় ন্যূনতম অখন্ড ৩৫ (পঁয়ত্রিশ) শতাংশ জমির নামজারি ও হালনাগাদ খাজনা পরিশোধ থাকতে হবে। প্রতিষ্ঠানের নামে জমি না থাকলে প্রতিষ্ঠান স্থাপনের আবেদনের সাথে প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি প্রাপ্তির পর প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি ও নামজারি করে দেয়া হবে মর্মে ৩০০.০০ (তিনশত) টাকা বা সরকার নির্ধারিত হারে ননজুডিশিয়াল স্ট্যাম্পে পরিশিষ্ট-০৬ অনুযায়ী উদ্যোক্তা কমিটি কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
নীতিমালার বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.