এইমাত্র পাওয়া

শিক্ষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি জরুরি: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ কারিগরি শিক্ষার প্রসারে শিক্ষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন। তিনি বলেন, ‘আমরা যদি কারিগরি শিক্ষাকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে দেশ এগিয়ে যেতে বাধাগ্রস্ত হবে।’

শুক্রবার (২০ জুন) রাঙামাটির কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল উড টেকনোলজি বিভাগে অনুষ্ঠিত ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘চীনের মতো দেশ ১৩ বছর সাধারণ শিক্ষা বন্ধ রেখে কারিগরি শিক্ষার ভিত্তি তৈরি করেছে। এর ফলেই আজ তারা বিশ্বে কারিগরি সক্ষমতায় অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে। আমাদেরও এখন ব্যক্তি স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কারিগরি শিক্ষার প্রসারে একযোগে কাজ করতে হবে।’

সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের চেয়ে আমরা ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দিই বলেই কারিগরি শিক্ষার প্রসার বাধাগ্রস্ত হচ্ছে। এখন সময় এসেছে সাধারণ ও কারিগরি শিক্ষায় ভর্তি বণ্টনকে সমানভাবে ভাবার। আমাদের কারিগরি বিষয়বস্তুগুলো যথেষ্ট আধুনিক ও যুগোপযোগী। শিক্ষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করাও জরুরি।’

সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কারিগরি শিক্ষার সুফল সম্পর্কে প্রচার-প্রচারণা চালাতে হবে। দেশে অনেকেই আছেন যারা কারিগরি শিক্ষা নিয়ে স্বাবলম্বী হয়ে কোটি টাকার মালিক হয়েছেন। এমন সফল দৃষ্টান্ত আরও তৈরি করতে হলে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) রূপক কান্তি বিশ্বাস।

সেমিনারের সঞ্চালনা করেন কারিকুলাম বিশেষজ্ঞ ও পেপার প্রেজেন্টার প্রকৌশলী ফারুক রেজা এবং সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন বোর্ডের আরেক কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামসহ পাঁচটি জেলার সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading