এইমাত্র পাওয়া

বেনাপোলে স্কুলের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক

বেনাপোলঃ বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার পূর্ব মুহূর্তে বিদায় অনুষ্ঠানের দিনে শ্রেণিকক্ষে ফ্যান, লাইট, সিসি ক্যামেরা, চেয়ার ও টেবিল ভাঙচুর করে টিকটক ভিডিও তৈরি করেছে ওই বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে।

মঙ্গলবার (২০ মে) রাতে স্বাধীন বাবু নামে এক শিক্ষার্থীর ফেসবুক প্রোফাইলে এসব ভিডিও প্রকাশ পায়। এতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী স্কুলের শ্রেণিকক্ষে ভাঙচুর করে মজা করছে এবং তা মোবাইল ক্যামেরায় ধারণ করে টিকটক ভিডিও বানিয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- রহিত, মাসুদ, আপন, অর্ণব, মাসুম বিল্লাহ ও সামির। তারা সবাই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবীর জানান, পরীক্ষার আগে আমরা নিয়মমাফিক বিদায় অনুষ্ঠান আয়োজন করেছিলাম। সে দিনই এই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢুকে ফ্যান, সিসি ক্যামেরা এবং নিজেদের ও শিক্ষকদের চেয়ার ভাঙচুর করে। প্রথমে জানা না গেলেও ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়। বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের জানানো হয়েছে।

এদিকে স্থানীয় এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্কুলের একজন সাবেক শিক্ষক আহসান উল্লাহ বলেন, স্কুল জীবন শেষ হওয়া মানেই বেদনার এক অধ্যায়। কিন্তু এ ধরনের অপকর্ম আমাদের লজ্জিত করেছে। অপর এক সাবেক শিক্ষার্থী আল আমিন জানান, আমরা যখন স্কুল ছাড়তাম, সেই দিনটির কথা মনে করলেই চোখে জল আসে। আর এখনকার কিছু শিক্ষার্থী এমন কাণ্ডে আমাদের সেই আবেগকেই কলুষিত করেছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading