এইমাত্র পাওয়া

রাবিতে শতভাগ আবাসন ও রাকসুর তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহীঃ শতভাগ আবাসন নিশ্চিত ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচনের আচরণবিধি ও খসড়া ভোটার তালিকা তৈরির দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এ সময় তারা বলেন, প্রতিষ্ঠার ৭২ বছর কেটে গেলেও নিশ্চিত হয়নি শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যাবস্থা। এছাড়াও ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলেও সে অনুযায়ী কাজ করতে পারেনি প্রশাসন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যতদিন পর্যন্ত রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘জুলাই আন্দোলনের ৯ দফার অন্যতম একটি প্রতিশ্রুতি হলো ছাত্র সংসদ বাস্তবায়ন এবং তার সঙ্গে আরেকটি প্রতিশ্রুতি ছিল লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির মূল উৎপাটন করা। আমরা মনে করছি কার্যকর রাকসু গঠনের মাধ্যমে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সম্ভব। কিন্তু যারা এ লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতিকে ফিরিয়ে আনতে চায় তারা এ ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাকসু নিয়ে একটা রোডম্যাপ দিয়েছিলেন কিন্তু তা আমরা এখনও বাস্তবায়ন হতে দেখিনি। তিনি যে নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন আমরা মনে করছি সেটা একটা হাঁটুভাঙ্গা নির্বাচন কমিশন কারণ তারা কোনো খসড়া ভোটার তালিকা নিশ্চিত করতে পারেনি। তাই অনতিবিলম্বে খসড়া ভোটার তালিকা দিতে হবে, যতদিন না দেওয়া হবে ততদিন এ আন্দোলন চলমান থাকবে।’

এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. তাজুল ইসলাম বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হয় আমরা যে রাকসু নির্বাচনের দাবি জানিয়েছিলাম তার কোনো কিছু করা হয়নি। আমাদের সুষ্ঠু ক্যাম্পাসের জন্য রাকসু নির্বাচন ও আবাসিকতা নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু তার কোনো কিছু করা হয়নি। আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় যেসব শিক্ষক-কর্মচারী ছিল তারা সেখানে বহাল থেকে আবার ছাত্রলীগ দোসরদের মাধ্যমে এ ক্যাম্পাসের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা। শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু নিয়ে যেখানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ক্যাম্পাস পরিচালনা ও আবাসিকতা নিশ্চিত করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার আরেক সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, ‘রাকসু আমাদের জুলাই-আগস্ট বিপ্লবের ৯ দফার অন্যতম একটি দাবি। রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের যে পরিমাণ তৎপরতা প্রথম দিকে লক্ষ্য করেছি, নির্বাচন কমিটি গঠন করার পর থেকে তৎপরতা ততটাই কম লক্ষ্য করছি আমরা। গত মাসে রাকসু নির্বাচন কমিশন গঠন করা হলেও এখনো তারা ফর্মাল মিটিং করতে পারেনি, এর চেয়ে অথর্ব কমিটি আর কী হতে পারে? আমাদের এ আজকের আন্দোলন আজকেই সীমাবদ্ধ থাকবে না। আমরা আমাদের ধারাবাহিক আন্দোলনে ফিরে যাব যতদিন পর্যন্ত রাকসু বাস্তবায়ন না হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আবাসন সংকট সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি রোডম্যাপ দিতে হবে যে কতদিনের মধ্যে আমাদের শিক্ষার্থীদের শতভাগ আবাসন দিতে পারবে। যতদিন পর্যন্ত শতভাগ আবাসন আমাদের শিক্ষার্থীদের না দিতে পারবে, ততদিন পর্যন্ত প্রশাসনকে ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষার্থীদের আবাসন ভাতা প্রদান করতে হবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading