মাসে সর্বোচ্চ ৮ সভার সম্মানী নিতে পারবেন পরিচালকরা

নিজস্ব প্রতিবেদক।। ব্যাংকের পরিচালকরা মাসে আটটি বেশি সভার সম্মাননা নিতে পারবেন না। ব্যাংকের পরিচালক পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটি এবং অন্যান্য সভায় উপস্থিত হয়ে সম্মানী প্রাপ্তির বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের পর্ষদ ও অন্যান্য কমিটির সভা প্রয়োজনের বেশি করা যাবে না।

যথা সম্ভব সীমিত করতে হবে। এক্ষেত্রে প্রতিমাসে পরিচালকরা সর্বোচ্চ পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির সম্মিলিতভাবে ৬টি সভা, অডিট কমিটির ১টি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ১টি সভায় উপস্থিতির জন্য সম্মানী গ্রহণ করবেন।
এর বাইরে কোনো সভা হলেও তার জন্য সম্মানী গ্রহণ করবেন না।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালকদের যোগ্যতা ও অন্যান্য বিষয়াদি নির্ধারণ করে দিয়েছিল।

ওই প্রজ্ঞাপনের পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভা অনুষ্ঠান, পরিচালকদের প্রদেয় সম্মানী ও অন্যান্য আর্থিক সুবিধাদি সংক্রান্ত বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়। নতুন নির্দেশনায় অনুচ্ছেদ ১২.২ (খ) এর নির্দেশনা পরিবর্তন করা হয়েছে। ওই নির্দেশনায় মাসে ব্যাংকের পর্ষদ সভা ২টি ও নির্বাহী কমিটির সভা ৪টি নির্দিষ্ট করা ছিল। এখন থেকে এই দুটি কমিটির মোট ৬টি সভা অনুষ্ঠিত করতে কোন বাধা থাকবে না। অর্থাৎ এখন থেকে পর্ষদ সভা দুইয়ের অধিক করতে কোনো বাধা থাকবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading