জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গবেষণা ল্যাবে বিস্ফোরণে ঘটনা তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের গবেষণাগারে এ ঘটনা ঘটে।
জানা যায়, ডিস্টেলেশন কলাম অত্যধিক হিট হয়ে বিস্ফোরণ হয় এবং পেট্রলে আগুন লেগে যায়। এ সময় বিভাগটির মাস্টার্সের তিন শিক্ষার্থী গবেষণা ল্যাবে থিসিসের কাজ করছিলেন। ফলে তিনজন শিক্ষার্থী আহত হয়েছে। এচাড়ও পুড়ে গেছে গবেষণাগারের বেশকিছু যন্ত্রপাতি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বেশি গরম হয়ে যাওয়ায় কারণে ডিস্টেলেশন কলাম ব্লাস্ট হয়ে পেট্রোলে আগুন লেগে যায়। এতে গবেষণাগারের কিছু যন্ত্রপাতি পুড়ে যায়। পরে ফায়ার এক্সটিংগুইশারগুলো দিয়ে আগুন নেভানো হয়।
এ ঘটনায় বিভাগের শিক্ষার্থী নুরে তাবাসসুম মুখে, রকিবুল ইসলামের শ্বাসকষ্টজনিত সমস্যা এবং আনিকা খাতুনের পায়ে আঘাত পাওয়া যায়। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত শিক্ষার্থী রকিবুল ইসলাম বলেন, ‘আমরা কয়েকজন শিক্ষার্থী থিসিসের কাজ করছিলাম। পাশেই ডিস্টেলেশন ব্লাষ্ট হয়ে নুরে তাবাসসুম আপুর মুখ এসে লাগে। পাশেই যে পেট্রোল ছিল ওখানে আগুন লেগে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো কক্ষটি অন্ধকার হয়ে যায়।
এ ঘটনায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ আল রেজা বলেন, ল্যাবে শিক্ষার্থীরা থিসিসের কাজ করছিলেন। তখন ডিস্টেলেশন ব্লাস্ট হয়ে আগুন লেগে যায়। এটি একটি আকস্মিক দুর্ঘটনা। এতে তিনজন শিক্ষার্থী আহত হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সবাই এখন সুস্থ আছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.