এইমাত্র পাওয়া

চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে শোকজ

চট্টগ্রামঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ১১টি নোটিশ দেয়া হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ আছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান ফটকের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে হেনস্তা করার অভিযোগে তদন্ত কমিটি ১১ জনকে অভিযুক্ত করেছে। এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী। তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক কেন তাদের বিরুদ্ধে এক বা একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয় নোটিশে।

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীর উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয় তাদের।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম বলেন, নবীন শিক্ষার্থীরা আসার পর তাদের সহযোগিতা করা প্রয়োজন। সেখানে তাদের সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা অমানবিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ১১ জন শিক্ষার্থীকে কারণ দর্শাতে বলা হয়েছে। কারণ দর্শানোর পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.