এইমাত্র পাওয়া

মুছে ফেলা গ্রাফিতি নতুন করে আঁকছে গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল

ঢাকাঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের দেয়ালে আঁকা শিক্ষার্থীদের প্রতিবাদী গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলা হয়েছিল। তবে এ নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ হওয়ায় নতুন করে গ্রাফিতি আঁকার কাজ শুরু করে স্কুল কর্তৃপক্ষ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, নতুন তুলির আঁচড়ে স্কুলের সীমানা দেয়ালে ফুটে উঠছে গণঅভ্যুত্থানের স্মৃতি। একদল শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকার কাজ করছেন।

কথা বলে জানা যায়, গ্রাফিতি অঙ্কনের সঙ্গে জড়িত সবাই স্কুলটির সাবেক শিক্ষার্থী। এর আগে দেয়ালে থাকা যেসব গ্রাফিতি মুছে ফেলা হয়েছিল সেগুলোও তারা জুলাই বিপ্লবের পর অঙ্কন করেছিল। তবে ভুলবশত সেগুলো মুছে ফেলা হয়েছিল।

গ্রাফিতি অঙ্কনের সঙ্গে যুক্ত গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সাবেক ছাত্র শ্রেষ্ঠ বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাদের দুপুরে খাবারের ব্যবস্থা করেছে। রং-তুলিসহ অন্যান্য খরচ আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন দিচ্ছে। আরও তিন থেকে চার দিন লাগবে গ্রাফিতি শেষ করতে। সোমবার থেকে আমরা কাজ শুরু করেছি। সেদিন দিন ৩৫ জন কাজ করেছে। সব মিলিয়ে প্রতিদিন গড়ে ২০ জন কাজ করছে।

এর আগে স্কুলটির দেয়ালে গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলা হয়েছিল। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ শুরু হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়। পরে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক আহসান উল্যাহ।

গত ২৩ নভেম্বর তিনি বলেছিলেন, অভ্যুত্থানের আগেই দেয়াল সংস্কারের জন্য বাজেট পেয়েছিলাম। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সংস্কারের কাজ শুরু করা হয়েছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী দুদিন পর নতুন করে ঐতিহাসিক চিত্র ও গ্রাফিতি আঁকার কাজ শুরু হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.