মেহেরপুরঃ মেহেরপুরের মুজিবনগরের ভবেরপাড়া গ্রামের একটি মাদ্রাসায় শিক্ষকের বেধড়ক পিটুনিতে ৬ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের ক্ষোভের মুখে ওই শিক্ষককে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাতে এক শিশু শিক্ষার্থী ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ছাত্রদের পেটাতে থাকেন শিক্ষক ফাহাদ শেখ। শিশুদের কান্নাকাটি শুনে এগিয়ে আসে আশেপাশের মানুষ। তারা শিক্ষকের মাধরের বিষয়টি প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দেয়। অবরুদ্ধ করে রাখা হয় শিক্ষককে। পুলিশ রাতেই শিশুদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মিজানুর রহমান আরও জানান, অভিযুক্ত শিক্ষককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.