মো: গোলাম কিবরিয়া সিয়াম, বুটেক্স প্রতিবেদকঃ দি ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর চতুর্দশ কেন্দ্রীয় কাউন্সিল পদত্যাগপূর্বক বিলুপ্ত ঘোষণা করা হয়।
অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জানা যায়, আইটিইটি, বাংলাদেশ-এর ঐতিহ্যকে পুনরুদ্ধার করে সবার অংশগ্রহণে একটি গঠনমূলক নির্বাচন, সদস্যদের চাহিদা মোতাবেক কর্মপন্থা নির্ধারণ এবং সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হন ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার। তাছাড়া যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ শামসুজ্জামান সিআইপি ও ইঞ্জিনিয়ার এটিএম সামসু উদ্দীন খান, সদস্য সচিব হন ইঞ্জিনিয়ার মোঃ এনায়েত হোসেন।
তাছাড়া কমিটির অন্যান্য সদস্যদের নামের তালিকা খুব শীঘ্রই প্রকাশ হবে জানা যায়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.