এইমাত্র পাওয়া

বায়োব্যাংক প্রতিষ্ঠায় সহযোগিতা করবে বিএসএমএমইউ: ভিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে বায়োব্যাংক প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। সোমবার (৩ জুন) অনলাইনে ‘বাংলাদেশে বায়োব্যাংক প্রতিষ্ঠা’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি। বুধবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক তার বক্তব্যে বাংলাদেশে বায়োব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বমানের গবেষণা পরিচালনার একটি আঞ্চলিক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞা করেন।

সভায় উপস্থিত থেকে বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাহবুব হাসান সালেহ বাংলাদেশে বায়োব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় বাজেট ব্যবস্থাপনা এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপনে দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া সভায় বায়োব্যাংক প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ও বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু এবং ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান উপস্থিত ছিলেন। তারা গত ২০২২ সালে জাতিসংঘের সাধারণ সভায় সায়েন্স সামিট থেকে শুরু করে বাংলাদেশে বায়োব্যাংক প্রতিষ্ঠার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

এ সময় বক্তারা বলেন, বায়োব্যাংকে বিভিন্ন অর্গান ও টিস্যু সংরক্ষণ করা হয়। বিশ্বমানের গবেষণা পরিচালনা ও মহামারীসহ বিবিধ জটিল ও কঠিন রোগের ভ্যাকসিন আবিষ্কারের প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে বায়োব্যাংকের গুরুত্ব অসীম। পরিবেশ ও বিভিন্ন প্রাণীর মধ্যে বিদ্যমান ভাইরাস ও ব্যাক্টেরিয়ার বিষয়ে অতীত ও বর্তমান পরিস্থিতি জানতে বায়োব্যাংকের বিরাট অবদান রয়েছে।

সভা থেকে অতিদ্রুত বায়োব্যাংকের একটি ধারণাপত্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা. মহিউদ্দিন ওসমানী সার্বিক সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ অব ডাবলিনের ডা. আরমান রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান এবং (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান প্রীতি রহমান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জানুয়ারি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘বাংলাদেশের সঙ্গে বায়োব্যাংকিং: রোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধে একটি যৌথ পদ্ধতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় বায়োব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বলেন, ‘বায়োব্যাংক আশাবাদের প্রতীক-যা আমাদের একটি উন্নত ও স্বাস্থ্যকর বিশ্বের দিকে পরিচালিত করবে। আসুন আমরা এই বায়োব্যাংককে বাস্তবে পরিণত করতে একসঙ্গে কাজ করি।’

এ ছাড়া বায়োব্যাংক প্রতিষ্ঠায় বিএসএমএমইউকে উদ্যোগ গ্রহণের ইঙ্গিত দিয়ে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির এ ধরনের সুবিধাগুলোর ব্যবস্থা করার সক্ষমতা রয়েছে। ২ হাজার ৬৫০ শয্যা বিশিষ্ট বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের একটি সর্বোচ্চ স্নাতকোত্তর চিকিৎসা প্রতিষ্ঠান। এর ৮টি অনুষদ, ৬৮টি বিভাগ এবং প্রায় ৫০০ ফ্যাকাল্টি সদস্য রয়েছে। এই বায়োব্যাংকের অবদান শুধুমাত্র একটি আর্থিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি মানবিক কাজ। এটি বিশ্বের একটি আশার প্রতীক। সেখানে প্রত্যেকের মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ থাকবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.