২৫ বছরের শিক্ষকতায় ছুটি কাটাননি শিক্ষক জয়নাল

কুমিল্লাঃ রোদ কিংবা ঝড়-বৃষ্টি, যাই হোক না কেনো মাদরাসায় উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন। শিক্ষকতায় কাটিয়েছেন ২৫ বছর। এই দীর্ঘ শিক্ষকতা জীবনে একদিনও ছুটি কাটাননি তিনি। সরকারি ছুটির বাইরে কখনও অনুপস্থিত থাকেননি।

জয়নাল আবেদীন কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মৃত ওয়াছি উদ্দিন খাঁনের ছেলে। তিনি উপজেলার শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদরাসার ‘আরবি’ বিভাগের সহকারী অধ্যাপক। ২০২৯ সালে অবসরে যাবেন এই শিক্ষাগুরু।

খোঁজ নিয়ে জানা গেছে, জয়নাল আবেদিন ১৯৮৮ সালের জানুয়ারি মাসে শিক্ষক হিসেবে যোগ দেন। ছয় বছর পর ১৯৯৪ সালে তিনি বেতনভুক্ত হন। ১৯৯৯ সালের শেষের দিকে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পান।

জয়নাল আবেদীন জানান, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার পর থেকেই কর্মজীবনে ছুটি না নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই সেই ব্রত নিয়ে কেটে গেছে শিক্ষকতা জীবন।

মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, মূলত ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পালন করার সময় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে এতটাই মনোযোগী হয়েছিলাম যে, ছুটি কি জিনিস সেটা ভুলেই যাই। ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব ছেড়েছি ঠিকই, প্রতিষ্ঠানের প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে, তা আর ছাড়তে পারিনি। তাই সে ভালোবাসার টানে মাঝে মধ্যে রাতে শরীরটা অসুস্থ হলেও সকালে মাদরাসায় যাওয়ার কথা ভাবতেই নিজেকে মানসিকভাবে সুস্থ মনে হতো। এই প্রতিষ্ঠানের প্রতি এখন এতটাই মায়ায় পরেছি, চাইলেই এখানে না এসে থাকতে পারি না।

শুধু নিজেই নন, মারদাসার শিক্ষক-শিক্ষার্থীদেরও বন্ধ না নিতে উৎসাহিত করেন তিনি। মোহাম্মদ জয়নাল আবেদীন শিক্ষক সমাজের জন্য অনুকরণীয় বলে জানিয়েছেন ওই মাদরাসার শিক্ষকরা।

শুশুন্ড ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মো. গিয়াস উদ্দিন বলেন, জয়নাল আবেদীন সাহেব চাইলেই অন্য শিক্ষকদের মতো প্রতি বছর ২১ দিন করে ছুটি কাটাতে পারতেন। অথচ দীর্ঘ ২৫ বছরে তার পাওনা ৫২৫ দিন ছুটি নেননি তিনি। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সে শিক্ষক সমাজের গর্ব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.