এইমাত্র পাওয়া

গাইড বই প্রকাশনীর প্রশ্নপত্র দিয়ে বার্ষিক পরীক্ষা

চাঁদপুরঃ জেলার হাইমচর উপজেলার কাটাখালী হামিদিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় প্রতিষ্ঠানের গাইড বই প্রকাশনীর সরবরাহ করা প্রশ্নপত্র দিয়ে বার্ষিক পরীক্ষা নেয়া হচ্ছে। যা মাদ্রাসা শিক্ষাবোর্ডের নিয়মের বহির্ভূত। শুধু এই প্রতিষ্ঠানেই নয়, একইভাবে পরীক্ষা নিচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক প্রতিষ্ঠান। এতে করে পাঠ্যবই থেকে দূরে সরে যাচ্ছে শিক্ষার্থীরা।

কাটাখালী মাদ্রার ভূমিদাতা পরিবারের সদস্য সোহরাব হোসেন জানান, বিভিন্ন গাইড বই প্রকশনীর প্রশ্নপত্র পরীক্ষা নেয়া হচ্ছে, এতে শিক্ষার্থীদের ভবিষ্যতে অন্ধকার নেমে আসবে। মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য আমির হামজা জানান, অধ্যক্ষ মো. শরীফ হোসেন খান কোনো কাজ করার আগে আমাদেরকে জানান না।

অধ্যক্ষ মো. শরীফ হোসেন খান বলেন, প্রকাশনার প্রশ্ন দিয়ে শুধু আমরাই না, অনেক প্রতিষ্ঠানই পরীক্ষা নিচ্ছে। এগুলো বড় করে দেখার কিছু না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল প্রত্যেক প্রতিষ্ঠান নিজ নিজ ব্যবস্থাপনায় শিক্ষকরাই প্রশ্ন তৈরি করে পরীক্ষা নিতে হবে। অনিয়ম প্রমাণিত হলে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.