এইমাত্র পাওয়া

শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ঝরে পড়েছে শিক্ষার্থী

পিরোজপুরঃ জেলায় মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া নেহাল উদ্দিন দাখিল মাদ্রাসা শিক্ষকদের অনিয়ম তুঙ্গে। যার ফলে ওই মাদ্রাসায় শিক্ষার্থী প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে। অথচ এ প্রতিষ্ঠানে ১২ জন শিক্ষক, ১ জন অফিস সহকারী ও ৪ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর পেছনে সরকার প্রতি মাসে খরচ বহন করছেন প্রায় সাড়ে ৩ লাখ টাকা। সরজমিনে বেলা সাড়ে ১১টায় গিয়ে ওই মাদ্রাসায় কোন শিক্ষার্থী পাওয়া যায়নি। ১৭ শিক্ষক-কর্মচারীদের মধ্যে ২ জন শিক্ষক ও ২ জন কর্মচারী পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে এ মাদ্রাসায় সর্বোচ্চ ২০ জন শিক্ষার্থী লেখাপাড়া করছে। শিক্ষকদের অনিয়মিত পাঠদান, বিভিন্ন অনিয়মের কারণে বহু বছর আগেই ঝড়ে পড়েছে শিক্ষার্থীরা, ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। ইবতেদায়ী প্রধান মো. মনিরুজ্জামান প্রথমে দাবি করেন তাদের ৬০ জন শিক্ষার্থী রয়েছে। হাজিরা খাতা দেখতে চাইলে অপ্রস্তুত হয়ে পড়েন। কত জন পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এমন প্রশ্নের জবাব তিনি ২২ জনের কথা বললেও মাত্র ১৪ জন শিক্ষার্থীর খাতা দেখাতে পেরেছেন।

মাদ্রাসা সুপার মাওলানা মো. আনিসুর রহমানকে মাদ্রাসায় পাওয়া যায়নি। এ ব্যাপারে তার সঙ্গে কথা বলার জন্য একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.