পটুয়াখালীঃ নিখোঁজের দেড় বছরেও উদ্ধার হয়নি মাদরাসা শিক্ষক মজিবুর রহমান (৫৪) ।
২০২২ সালের ১ ফেব্রুয়ারি প্রতিপক্ষের লোকজন মজিবুর রহমানকে মির্জাগঞ্জ উপজেলার কপালভেড়া গ্রামের ওই শিক্ষককে অপহরণ করেছেন বলে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
মজিবুর রহমান মির্জাগঞ্জ উপজেলার কপালভেড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে এবং স্থানীয় পিপড়াখালী ইসলামাবাদ দাখিল মাদসাসার একজন শিক্ষক।
অপহৃতের মেয়ে ফাহিমা আক্তার সম্প্রতি পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
ফাহিমা তার লিখিত বক্তব্যে জানান, জমি-জমা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার বাবা মজিবুর রহমানের বিরোধ চলছিল। এ নিয়ে মজিবুর রহমান ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে মজিবুর রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
এ নিয়ে তার বড় মেয়ে ফাহিমা আক্তার মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন তার বাবাকে স্থানীয় পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের ইয়ার উদ্দিন ব্রিজের ওপর থেকে স্বপন মৃধাসহ প্রতিপক্ষের কয়েকজন লোক তাকে অপহরণ করে একটি মোটরসাইকেলে করে নিয়ে যায়। এ ঘটনায় ফাহিমা আক্তার গত বছরের ২৪ মার্চ মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বপন মৃধাসহ ৭ জনের নামে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য মির্জাগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।
প্রধান অভিযুক্ত স্বপন মৃধা জানান, জমি-জমা নিয়ে আমার সঙ্গে মজিবুর রহমানের বিরোধ আছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান। এ বিরোধের জের ধরে আমাদের নামে অপহরণের মামলা দেওয়া হয়েছে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাগঞ্জ থানার এসআই মো. ইব্রাহিম জানান, বিষয়টি বিভিন্নভাবে তদন্ত করছি। তদন্ত শেষে তথ্য দিতে পারবো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.