যশোরঃ জেলার অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশকৃত ৬২ জন শিক্ষকের কাছ থেকে মান্থলি পে অর্ডার (এমপিও) এর জন্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা গ্রহণ করেছেন। দুই মাস আগে ঘুষ দিয়েও তারা বেতন পাননি বলে অভিযোগ করেছেন।
জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ অভয়নগরে মাদ্রাসায় ৪০ জন, মাধ্যমিক বিদ্যালয়ে ৩২ জন ও কলেজে ৪ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানের জন্য সুপারিশ করে। এর মধ্যে ৬২ জন যোগদান করেন। তারা নিয়ম মেনে মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে মান্থলি পেঅর্ডার (এমপিও) এর জন্য আবেদন করেন। এ জন্য প্রতি শিক্ষকের কাছ থেকে ৭ হাজার টাকা করে মোট ৪ লাখ ৩৪ হাজার টাকা তিনি গ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মো. আযুব হোসেনের মাধ্যমে এ টাকা গ্রহণ করা হয়। নিয়মানুযায়ী অক্টোবর মাসের এমপিওর সঙ্গে তাদের বেতন আসার কথা কিন্তু আসেনি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার গাফিলতির কারণে বেতন পাননি বলে শিক্ষকরা অভিযোগ করেন। নিয়ম রয়েছে যোগদানকৃত শিক্ষকদের যোগদানের সব কাগজপত্র অনলাইনের মাধ্যমে শিক্ষাকর্মকর্তার কাছে জমা করতে হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে যোগদানকৃত কয়েকজন শিক্ষক বলেন, জানতে পেরেছি উপজেলা শিক্ষা কর্মকর্তা আমাদের কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠানের প্রধান বলেন, সময় মতো সব কাগজপত্র শিক্ষা অফিসে জমা দিয়েছি। কিন্তু নতুন পরিপত্র এসেছে। আরো একটি কাগজ জমা দিতে হবে তা শিক্ষা অফিসার আমাদের জানাতে ভুলে গেছেন।
উপজেলা শিক্ষা অফিস সহায়ক আয়ুব আলী বলেন, কাজের জন্য ২/৩ হাজার টাকা করে নিয়েছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এনটিআরসিএ ৭৬ জনের সুপারিশ করলেও তাদের মধ্যে ৬২ জন যোগদান করেছেন। কলেজের ৪ জন আমার কাছে আসে না। বাকিদের কাগজপত্র যেভাবে এসেছে সেভাবে পাঠিয়েছি। কোনো টাকা নেয়া হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.