এইমাত্র পাওয়া

ডেঙ্গু কেড়ে নিল ফেনীর চিত্র শিক্ষক তিশার প্রাণ

ফেনীঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফেনীর চিত্রশিল্পী তানিয়া ফারাবি তিশার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে দিকে চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানিয়া ফারাবি তিশা ফেনী সরকারি কলেজ থেকে অনার্স শেষ করে ঢাকা আর্ট কলেজে পড়াশোনা করতেন। পাশাপাশি ফেনীতে বিভিন্ন প্রতিষ্ঠানের চিত্র শিক্ষক হিসেবে কাজ করতেন। তার বাবা নুরুল আবসার রাজধানী ঢাকা থেকে প্রকাশিত মাসিক ‘মৌলিক’ পত্রিকার সম্পাদক।

নুরুল আবসার ঢাকা পোস্টকে জানান, ৪ দিন আগে তিশা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাকে দেখাশোনার কেউ না থাকায় বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থার অবনতি ঘটে এবং বিকেলে চিকিৎসকরা একবার মৃত ঘোষণা করেন। দুই ঘণ্টা পর তার আবার জ্ঞান ফিরলে পরে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে আজ দুপুরে তার মৃত্যু হয়।

তিশার ফুফু ফেনী থেকে প্রকাশিত ‘আঁচল’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাহিদা সাম্য লীনা জানান, তিশা ফেনীতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিত্র শিক্ষক হিসেবে কাজ করতেন। গত বছর তিশা ও তার বন্ধুরা ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে গ্রাফিতি করে শহরবাসীর প্রশংসা অর্জন করেন।

রাতে ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের ঘোনা এলাকায় জানাজা শেষে তিশার মরদেহ দাফনের কথা রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.