এইমাত্র পাওয়া

জনবল নিয়োগ দিচ্ছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৮ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ৪২ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ১ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠান: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

বিভাগ: ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

১. পদ: সহকারী পরিচালক

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন গ্রেড: ৯

২. পদ: উপসহকারী পরিচালক

পদসংখ্যা: ৭

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন গ্রেড: ১০

৩. পদ: হিসাবরক্ষক

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন গ্রেড: ১১

৪. পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৯

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন গ্রেড: ১৩

৫. পদ: স্টোরকিপার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

বেতন গ্রেড: ১৩

৬. পদ: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

বেতন গ্রেড: ১৩

৭. পদ: ড্রাইভার

পদসংখ্যা: ৪

যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

অভিজ্ঞতা: গাড়ি চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে উপযুক্ত জ্ঞান এবং গাড়ির ত্রুটি নিরূপণ, মেরামত ও পুনঃস্থাপন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন গ্রেড: ১৬

৮. পদ: অফিস সহায়ক

পদসংখ্যা: ৩

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন গ্রেড: ২০

বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকের মাধ্যমে জানা যাবে।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd অথবা info@wewb.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নং পদের জন্য ৬৬৯ টাকা, ২ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৫৮ টাকা, ৩ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ৩৩৫টাকা, ৪ থেকে ৭ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৮ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১২ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.