ফাইল ছবি

মাদরাসায় বজ্রপাত: হাসপাতালে ১৩ শিক্ষার্থী

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ভারতের হুগলির হরিপালের জেজুর অঞ্চলের কলাছড়া হাই মাদ্রাসায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। শুক্রবার ঘটনার পর অসুস্থ ও আতঙ্কিত হয়ে মাদ্রাসার ১৩ জন শিক্ষার্থী হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উদ্বিগ্ন অভিভাবকরা ভিড় জমান হাসপাতাল চত্বরে।

স্থানীয় ও স্কুল সূত্রে নিউজ১৮ জানিয়েছে, শুক্রবার দুপুরের পর হঠাৎই বজ্রসহ মুষলধারায় বৃষ্টি শুরু হয়। সে সময় হরিপালে জেজুর অঞ্চলের কলাছাড়া হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় বজ্রপাত হয়। ঘটনার পরেই কয়েকজন অসুস্থ বোধ করে। কয়েকজন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে।

স্কুলের শিক্ষকেরা তড়িঘড়ি প্রশাসন কে খবর দিয়ে শিক্ষার্থীদের হরিপাল গ্ৰামীন হাসপাতালে ভর্তি করে। প্রথামিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও সবার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

হাই মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিমুন সোয়ান জানান, ক্লাস চলাকালীন হঠাৎই বৃষ্টি শুরু হয় এবং স্কুলের পাশে বজ্রপাত হয়। এরপরেই কয়েকটি ক্লাসের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে চেতনা হারায়। স্কুলে তাদের প্রাথমিক চিকিৎসার সময় অন্য ক্লাসের কয়েকজন অসুস্থ বোধ করতে থাকে। আতঙ্কিত হয়ে অনেকেই অজ্ঞান হয়ে পড়ে। তারপরেই সবাইকে হাসপাতালে নিয়ে আসা হয়।

হরিপালের বিধায়ক করবী মান্না বলেন, স্কুলের গেটের কাছের গাছে ব্রজ্রপাত হয়। এতে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়, যার মধ্যে ১৩ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তারা সুস্থ আছে। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজন চিকিৎসাধীন রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.