নিজস্ব প্রতিবেক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬৮ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। আগস্ট মাসের এমপিও বাবদ শিগগিরই তারা বেতনভাতা পাবেন।
রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় এমপিওভুক্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেব, গত আগস্ট মাসে শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির আবেদন করেছিলেন। তথ্য যাচাই বাছাই করে ৪৬৮ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক মো. লুৎফর রহমান বলেন, আগস্ট মাসে যারা এমপিওভুক্ত হয়েছেন তাদের মধ্যে বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ পাওয়া অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও কর্মচারী রয়েছেন। আর এর সঙ্গে নতুন এমপিওভুক্ত হওয়া কিছু শিক্ষক কর্মচারীও রয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.