এইমাত্র পাওয়া

সরকারি প্রাথমিকে দফতরি নিয়োগ স্থগিত

অনিয়ম-দুর্নীতির অভিযোগের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান দফতরি কাম প্রহরী নিয়োগ স্থগিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২১ আগস্ট) মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন এই আদেশ দেন।

উল্লেখ্য, বিদ্যমান নীতিমালা অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে দফতরি কাম প্রহরী নিয়োগ চলছিলো আউটসোর্সিং ভিত্তিতে।

তবে এই নিয়োগ নিয়ে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে।

এই অভিযোগের পর বুধবার নিয়োগ স্থগিতের আদেশ দেন সচিব। পাশাপাশি যেসব বিদ্যালয়ে নিয়োগ চলমান রয়েছে সেগুলোও বাতিল করা হয় আদেশে।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফতরি কাম প্রহরী পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদ্যমান নীতিমালার আলোকে জনবল নিয়োগের কার্যযক্রম পুনরাদেশ না দেওয়া পর্যযন্ত স্থগিত করা হলো। ইতোমধ্যে যদি কোনও উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য দফতরি কাম প্রহরী পদে নিয়োগ কার্যক্রম চলমান থাকে তাহলে তা বাতিল করা হলো


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.