ময়মনসিংহের নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের শিয়াল হয়বতপুর গ্রামের মো. মামুন ভুইয়ার ছেলে মুকাদ্দিস (৫) ও পৌর শহরের পাছপাড়া গ্রামের শামীম মিয়ার মেয়ে শামীমা আক্তার (৪)।
স্থানীয়রা জানায়, বিকালে মুকাদ্দিস বাড়ির উঠানে খেলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইভাবে শামীমাও পানিতে ডুবে মারা যায়।
নান্দাইল থানা পুলিশের ওসি মুনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.