মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিবেদকঃ ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নতুন কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ মুহাম্মাদ রেজাউল করীম এবং সদস্য সচিব হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী সাকলাইন এহসান সাব্বির।
এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি ইউসুফ আহমাদ মানসুর ও সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।
নবনির্বাচিত আহবায়ক শেখ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “আমরা ইসলামি ছাত্র আন্দোলনের মূল আদর্শকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে একটি আদর্শ ও নৈতিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবো। ইসলামী মূল্যবোধ, শিক্ষার্থীদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে আমরা সচেষ্ট থাকবো।”
সদস্য সচিব সাকলাইন এহসান সাব্বির, “আমরা মাভাবিপ্রবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইসলামী চেতনায় গড়ে উঠা একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে এবং অন্যদের সেই পথে আহ্বান জানাতে আমরা কাজ করে যাব।”
অতি দ্রতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান নেতারা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.