নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস পার্থ ও শান্ত তারা আদনান।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি থেকে দুই ছাত্রকে আজীবন বহিষ্কারের সুপারিশ এসেছে। সিন্ডিকেটে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আজকের সভায় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে।
গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্র দাস পার্থ ও শান্ত তারা আদনানের বিরুদ্ধে।
পরে ১৯ জুন বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গতকাল আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.