নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও “এই শ্লোগান কে ধারণ করে তেরাইল জোড়পুকরিয়া ডিগ্রী কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এইচএসসি জেনারেল ও এইচএসসি বিএমটি শিক্ষার্থীদের প্রবেশপত্র ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১১.৩০ টার সময় কলেজ হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনারুল ইসলামের সভাপতিত্বে এবং কলেজের সহকারী অধ্যাপক জাবলুন্নবী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যূাল এন্ড বিএম কলেজের সিনিয়র লেকচারার রফিকুল আলম বকুল,রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নুরুল ইসলাম, জেটিএস মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সোনা, কলেজের সহকারী অধ্যাপক আরিফুল হক, সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম, মাহবুবুল ইসলাম তুহিন, মিরপুরের নিমতলা কলেজের প্রভাষক কামরুল ইসলাম,বামুন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নওশাদ আলী ও বিএনপি নেতা ইয়াছিন আলী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের অভিব্যক্তি প্রকাশ করা হয়। অত্যান্ত চমৎকার পরিবেশে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার আলি ভুট্টো শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা আগামীর ভবিষ্যত তোমরা মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে প্রস্তুত করবে নিজেকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে সর্বদা দেশের ও মানুষের কল্যাণে কাজ করবে। তোমরা জাতির ভবিষ্যত সুতরাং তোমাদের ভালভাবে লেখাপড়ার মাধ্যমে সে দায়িত্ব পালন করতে হবে। শুধু সার্টিফিকেট সর্বস্ব লেখাপড়া নয় সত্যিকারের জ্ঞান অর্জন করতে হবে।
তিনি বলেন, এটা বিদায় নয় আগামীতে উচ্চশিক্ষার রাস্তা তৈরীর জন্য নিজেকে প্রস্তুত করা। আগামী ২৬ তারিখ অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় সকল শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান।
শিক্ষাবার্তা /এ/১৯/০৬/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.