ঢাকাঃ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার কাঠামো চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরীক্ষাটি হবে মোট ৩০০ নম্বরের, যার মধ্যে ২০০ নম্বর থাকবে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষার জন্য এবং বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।
মঙ্গলবার (২৭ মে) বিদ্যমান বিধিমালায় সংশোধনী এনে এ-সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষার সময় নির্ধারিত থাকবে ২ ঘণ্টা। প্রশ্নপত্রে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ এবং গাণিতিক যুক্তি বিষয়ে থাকবে আরও ১০ নম্বরের প্রশ্ন। এ ছাড়া সংশ্লিষ্ট ক্যাডার বা পদের সঙ্গে সম্পৃক্ত বিষয়ের ওপর থাকবে অতিরিক্ত ১০০ নম্বরের প্রশ্ন।
প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের মান এক নম্বর নির্ধারণ করা হয়েছে। তবে ভুল উত্তরের ক্ষেত্রে প্রত্যেকটিতে কাটা যাবে শূন্য দশমিক ৫০ নম্বর করে। অর্থাৎ, ভুল উত্তর দিলেই নম্বর হারানোর ঝুঁকি থাকবে।
এর আগে গত ২৫ মে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু করে। তবে এই বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডার না স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
বিশেষ বিসিএসটি নিয়ে আগ্রহীদের মধ্যে ব্যাপক কৌতূহল থাকলেও মৌখিক ও লিখিত পরীক্ষার কাঠামো এখন পরিষ্কার হওয়ায় পরীক্ষার্থীরা প্রস্তুতির দিক নির্দেশনা পেয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.