নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বৈরাচারী শেখ হাসিনার মন্ত্রীসভার শিক্ষামন্ত্রী নওফেলের সুপারিশ পাওয়া কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক যিনি টাকা ছাড়া কোন এমপিও’র ফাইল ছাড়তেন বলে অভিযোগ উঠেছিল সেই উপপরিচালক আলমগীর কবিরকে এবার বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ২১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে ‘নওফেলের সুপারিশ পাওয়া কর্মকর্তা এখন মাউশি’র রাজশাহীর ডিডি‘ শিরোনামে এবং গত ৩০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে ‘টাকা ছাড়া এমপিও’র ফাইল ছাড়েন না রাজশাহীর ডিডি, দুদকের অভিযান’ শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হয়।
রবিবার (১৮ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। তাকে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুরে বদলি করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজশাহী শিক্ষা বোর্ডের ডিডি পদে পদায়ন পেলেন আ’লীগের হুইপ স্বপনের ‘ডান হাত’!
বদলির প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহী অঞ্চলের উপপরিচালক আলমগীর কবিরকে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুরের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পদে বদলি করা হলো। তিনি ২৫ মে ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে অবমুক্ত হবেন অন্যথায় তাৎক্ষনাৎ অবমুক্ত বলে গণ্য হবে।
উল্লেখ্য, আলমগীর কবীর সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। মাউশির রাজশাহীর উপপরিচালক [পদে গত বছরের সেপ্টেম্বর মাসে যোগদান করেছিলেন। বহুল আলোচিত ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকের এমপিওভুক্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা ছিল, ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের পরে নিয়োগ পাওয়া ব্যক্তিরা এমপিওভুক্ত হবেন না। কিন্তু পরিপত্র লঙ্ঘন করে এমপিও প্রাপ্য না হলেও তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত ও পদোন্নতি দিয়েছিলেন আলমগীর কবীর। এ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৫ জুন মাউশির মহাপরিচালককে তদন্তের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখা। পাশাপাশি তাকে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।
২২তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে কুষ্টিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে বদলি করা হয়। তবে কলেজের একটি সূত্র জানিয়েছে, ৫ মাস ৭ দিন কলেজে কর্মরত থাকা অবস্থায় তিনি মাউশির উপপরিচালক পদে ফিরতে ঠিকমতো ক্লাস নেননি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.