ঢাকাঃ বেতনের দাবিতে পরিকল্পনা কমিশন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কর্মচারীরা। এ প্রকল্পে ৮৪ হাজার জন কর্মরত আছেন।
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এ কর্মসূচি শুরু হয়। সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক ও কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন। দুপুরে পরিকল্পনা সচিবের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।
তাদের দাবি হচ্ছে, ১৪ মে পরিকল্পনা কমিশনে প্রকল্প সংশোধনী প্রস্তাবের ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় সমাপ্ত প্রকল্পে কর্মরত শিক্ষক, কর্মচারী ও কর্মরতদের ব্যাপারে সিদ্ধান্ত হয়। ৫ মাসের বেতনভাতা বাদ দিয়ে সংশোধনী প্রস্তাব তৈরির সুপারিশ দেওয়া হয়েছে। এজন্য তারা পরিকল্পনা কমিশন ঘেরাও করেছেন।
আন্দোলনরতদের দাবি অনুযায়ী, ঈদুল আজহার আগেই বেতন-ভাতা পরিশোধ করতে হবে। সপ্তম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পর্যায়ে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করতে হবে এবং শিক্ষকদের সম্মানি ভাতা বাড়াতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.