নিজস্ব প্রতিবেদক।। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের আলিম পরীক্ষার ফরম পূরণের কার্যক্রমের সময় আগামী ২১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। জমা দেওয়ার শেষ সময় ২২ এপ্রিল পুনর্নির্ধারণ করা হলো। উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠানের প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।
এ ছাড়া গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত ফরম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্য শর্ত অপরিবর্তিত থাকবে।
গত ৯ মার্চ আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২৬ জুন আলিম পরীক্ষা শুরু, শেষ হবে ১২ আগস্ট।
শিক্ষাবার্তা /এ/১৫/০৪/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
