এইমাত্র পাওয়া

রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহীঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়

এর আগে রুয়েট ভর্তি পরীক্ষা প্রাক্‌-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয়।

১০ ফেব্রুয়ারি ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রাক-নির্বাচনী পরীক্ষায় তিন শিফটে ৮ হাজার ২ জন পরীক্ষার্থী নির্বাচিত হন। এর আগে ৮ ফেব্রুয়ারি রুয়েট ভর্তি পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নেন। তিন শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ৯৩০ জন ভর্তি-ইচ্ছুক চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেয়া হয়েছে। রুয়েটের ভর্তি পরীক্ষায় এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, এ বছর রুয়েটে ১ হাজার ২৩৫ আসনের বিপরীতে লড়েছেন ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ১৭ জন শিক্ষার্থী।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.