নওগাঁ: নওগাঁর পোরশায় অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে শিক্ষক নির্যাতনকারী ‘মাস্টারমাইন্ড’ প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বুলবুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শরিফুল ইসলাম উপজেলার আমদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে আমদা গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ শাসনামলে পোরশায় বিএনপির পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলায় দেড়শতাধিক অজ্ঞাতপরিচয়ের কয়েকজনকে আসামি করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানিয়েছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় শরিফুল ইসলাম নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এবং বিএড স্কেল বা উচ্চতর স্কেল নিতে ৪০ থেকে ৬০ হাজার টাকা আদায় করতেন তিনি। টাকা আদায় করার উদ্দেশ্যে ‘দেবো’ ‘দিচ্ছি’ বলে মাসের পর মাস ঘুরিয়েছেন কোনো কোনো শিক্ষককে।
পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, নাশকতা মামলায় বুলবুল মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। এছাড়াও তার নামে বিভিন্ন বিষয়ে অভিযোগ রয়েছে। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.