ঢাকাঃ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে মূল সড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে একদল শিক্ষার্থী।
চার দফা দাবিতে আজ বুধবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এ শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ কর্মসূচির কারণে সড়কটির এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বেলা ১১টার দিকে বলেন, একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করেছেন, এমন তথ্য পেয়ে তাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন।
বিক্ষোভকারী ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাঁদের দাবি পূরণ হয়নি। এ জন্য তাঁরা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন।
দাবিগুলো হলো অনতিবিলম্বে ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন; কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা; প্রস্তাবিত অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.