এইমাত্র পাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেসিয়াম এলাকায় একটি ঝুলন্ত মরদেহ (৫০) উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তাছাড়া কখন গলায় ফাঁস দেয়া হয়েছে তা-ও জানা যায়নি।

বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি গাছ থেকে নামান। এর আগে ৯টায় দিকে পথচারীরা গাছের আবডালে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে তাৎক্ষণিকভাবে তারা পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শী এক ঢাবি শিক্ষার্থী বলেন, আমরা সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। এ সময় দেখি কিছু মানুষ জটলা হয়ে উপরে তাকিয়ে আছে। পরে গিয়ে দেখি একটা লাশ ঝুলছে। কারেন্টের খুটিরও অনেক উপরে লাশটি ঝুলে ছিল।

গণিত বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম শফিক বলেন, কিছুক্ষণ আগেই লাশ নামানো হয়েছে। লাশটি কোনো ভবগুড়ে ব্যক্তির হতে পারে। হয়তো নিচেই ফুটপাতে সে ঘুমাতো। কাপড়-চোপড় সবকিছু ফুটপাতেই পড়ে ছিল।

মরদেহ উদ্ধার করতে আসা ফায়ার সার্ভিসের একজন সদস্য বলেন, ঢাবির জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলে থাকা অজ্ঞাত লাশটি বয়স্ক কোনো একজন ভবঘুরে মানুষের। তার বয়স ৫০ এর কাছাকাছি। তার নাম পরিচয় জানা যায়নি। লাশ নামিয়ে ঢামেক মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো সাইফুদ্দিন আহমদ বলেন, সকালে আমরা জানতে পারি জিমনেসিয়াম এলাকায় গাছে একজন ব্যক্তির মরদেহ ঝুলে আছে। পরে আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে লাশ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে লাশের পোস্টমর্টেম করা হবে৷ এখানে আমাদের কোনো কাজ নেই। তবুও আমি ওসিকে বলেছি পোস্টমর্টেমের রিপোর্ট ও নিহতের নাম-পরিচয় আমাদের জানিয়ে রাখতে।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, কিছুক্ষণ আগে লাশটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামানো হয়েছে। আপাতত লাশটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.