পাবনাঃ পাবনার আটঘড়িয়া রোকনপুর দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্ধে প্রধান শিক্ষক কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি’র নেতা শাহিন খানের বিরুদ্ধে।
গত বুধবার ( ১৫ জানুয়ারি) দুপুরে রোকনপুর দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে মাদ্রাসার প্রধান শিক্ষক জামাল উদ্দিন। অভিযোগ সূত্রে জানা যায়, অত্র মাদ্রাসা স্থানীয় বিএনপি নেতা শাহিন খাঁন, মিজান, খালেক ও নাজমুলসহ ৪০থেকে ৫০জন এসে মাদ্রাসার নতুন কমিটি দেওয়ার চাপ দেয় তারা। তা না দিলে মাদ্রাসায় চাকুরী করতে দিবে না এবং প্রাণে মেরে ফেলবে মর্মে হুমকি প্রদান করে।
এসময় মাদ্রাসার অফিস সহকারী রুহুল আমিন’কে শাহিন ঘার ধাক্কা দিয়ে পিছনে লাথি দিয়ে অফিস থেকে বের করে দেয় এবং কাউসার আহম্মেদ দুলাল অফিসের পিওন’কে অকথ্য ভাষা গালিগালাজ করে যায়। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে আজ (১৬ জানুয়ারি) দুপুরে শাহিন তার দলবল নিয়ে প্রতিষ্ঠানে এলে শিক্ষার্থী ও এলাকাবাসীর তোপের মুখে পালিয়ে যায় তারা।
তবে অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা শাহিন খানের সাথে যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আটঘরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.