এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ফের আন্দোলন

ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের সামনে আন্দোলন করছেন ওই কলেজটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে দাবি সম্বলিত ব্যানারে নিয়ে কলেজের সামনে অবস্থান নেন একদল শিক্ষার্থী। এ সময় তাদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা গেছে।

এর আগেও সরকারি তিতুমীর কলেজকে “তিতুমীর বিশ্ববিদ্যালয়” করার দাবিতে একাধিকবার আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে গত ৭ জানুয়ারি কলেজের ফটকে “তিতুমীর বিশ্ববিদ্যালয়” লেখা ব্যানার ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকা কলেজসহ রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি।

অন্য কলেজগুলো হলো- ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

অধিভুক্তির ফলে এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে।

ক্ষমতায় পালাবদলের পর এই সাত কলেজের শিক্ষার্থীরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছেন। আনন্দোলকারী শিক্ষার্থীরা বলেছেন, স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়হীনতায় ভুগছে সাত কলেজ শিক্ষার্থীরা। তারা নিজেদের পরিচয় দিতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.