এইমাত্র পাওয়া

‘ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হবে’

ঢাকাঃ রাজধানী মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই নিন্দা জানানো হয়।

প্রেস উইং জানায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই গ্রেপ্তার করা হবে। সব দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনায় আবিষ্ট হয়ে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করে যে, বাংলাদেশে জনতার সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। সরকার সতর্ক করে যে কেউ সম্প্রীতি, শান্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যকলাপে জড়িত থাকলে বৈষম্য ছাড়াই কঠোর পদক্ষেপের সম্মুখীন হবে।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এনসিটিবির সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সঙ্গে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি সংগঠনের ব্যানারে আসা মানুষদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন।

আহতরা হলেন- শ্রেষ্ঠা রূপাইয়া (২৪), ইসাবা শুহরাত (২৫), রেংইয়ং ম্রো (২৭), ফুটন্ত চাকমা (২২), ধনজেত্রা (২৮), অনন্ত ধামায় (৩৫), জুয়েল মারাক (৩৫), শৈলী (২৭), দনওয়াই ম্রো (২৪) ও তনিচিরাং (৩০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-জনতার ব্যানারে আসা একদল মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সেখান থেকে মতিঝিল এনসিটিবি কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হয়। এরপর এনসিটিবি কার্যালয়ের সামনে থাকা স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারের লোকদের সঙ্গে সংঘর্ষ হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের।

ঘটনাস্থলে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সংক্ষুব্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-জনতা একটি মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব ও দৈনিক বাংলা হয়ে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে যায়। এদিকে সেখানে আগে থেকেই ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছিলেন স্টুডেন্টস ফর সভারেন্টি ব্যানারের সদস্যরা।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-জনতার মিছিলটি মেট্রো স্টেশনের নিচে পৌঁছার পর তাদের প্রথমে বাধা দেন স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা। পরে কথাকাটাকাটি হয়। আর একপর্যায়ে সংঘর্ষে জড়ায় সংগঠন দুটি। এতে নারীসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অনেককেই সেখান থেকে উদ্ধার করে ভ্যান-রিকশায় সরিয়ে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

প্রসঙ্গত, নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদ হিসেবে এনসিটিবি ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল সংক্ষুব্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-জনতা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.