ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষার আবেদন চলছে। আবেদন প্রক্রিয়া শুরুর পর গত ১৩ দিনে ২৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। শেষ দিনের মতো শনিবার (১৪ ডিসেম্বর) আবেদন করার সুযোগ পাচ্ছেন ভর্তিচ্ছুরা।
বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ভর্তিবিষয়ক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হক জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী ২৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এ সংখ্যা আজ আরও বাড়বে। এরমধ্যে ২৪ হাজার শিক্ষার্থীকে প্রাক-নির্বাচনী পরীক্ষার সুযোগ দেওয়া হবে। তবে আবেদনের সময় আর বাড়নো হবে না বলে জানান তিনি।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ আবেদন শেষ হলেও মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে ১৫ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত।
এবার বুয়েটে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসন রয়েছে। সবমিলিয়ে এবার আসন সংখ্যা এক হাজার ৩০৯টি।
‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থাকবে। আর ‘খ’ গ্রুপে থাকবে প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ।
আবেদনকারীদের অনলাইনে আবেদনের সময়ে প্রাথমিক আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। পরবর্তীতে যেসব আবেদনকারী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন, তাদের ‘ক’ গ্রুপের জন্য ৮০০ এবং ‘খ’ গ্রুপের জন্য এক হাজার টাকা দিতে হবে।
এ ফি জমা দিয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। মূল ভর্তি পরীক্ষার আগে আর কোনো ফি দিতে হবে না।
প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি গ্রহণ করা হবে। এরপর মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীরা মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট www.buet.ac.bd থেকে জানা যাবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.